logo
Wednesday, 22 March, 2023
বুধবার, ২২ মার্চ, ২০২৩
logo
logo

Bank Details

A/C: Capital Market Stabilization Fund

Account No. 0010311521301

Bank: Community Bank Bangladesh Limited,
CORPORATE BRANCH [001]

Branch Address: Police Plaza Concord (Level-5,
Tower-2), Plot-2, Road – 144, Dhaka-1212

Routing Number: 310261726

Press Release Photo

𝐂𝐌𝐒𝐅-𝐒𝐁𝐂 𝐁𝐫𝐚𝐢𝐧𝐬𝐭𝐨𝐫𝐦𝐢𝐧𝐠 𝐒𝐞𝐬𝐬𝐢𝐨𝐧 𝐨𝐧 𝐈𝐧𝐯𝐞𝐬𝐭𝐨𝐫𝐬’ 𝐏𝐫𝐨𝐭𝐞𝐜𝐭𝐢𝐨𝐧 𝐅𝐫𝐚𝐦𝐞𝐰𝐨𝐫𝐤

29 January 2023

১লা মার্চ বীমা দিবসকে সামনে রেখে গত ২৯ জানুয়ারি, ২০২৩ তারিখে বিনিয়োগকারীদের সুরক্ষা প্রদানের লক্ষ্যে ক্যাপিটাল মার্কেট স্ট্যাবিলাইজেশন ফান্ড (সিএমএসএফ) এর ম্যানেজমেন্ট অফিসে “𝐂𝐌𝐒𝐅-𝐒𝐁𝐂 𝐁𝐫𝐚𝐢𝐧𝐬𝐭𝐨𝐫𝐦𝐢𝐧𝐠 𝐒𝐞𝐬𝐬𝐢𝐨𝐧 𝐨𝐧 𝐈𝐧𝐯𝐞𝐬𝐭𝐨𝐫𝐬’ 𝐏𝐫𝐨𝐭𝐞𝐜𝐭𝐢𝐨𝐧 𝐅𝐫𝐚𝐦𝐞𝐰𝐨𝐫𝐤” শীর্ষক একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত আলোচনায় সভাপতিত্ব করেন সিএমএসএফ এর সম্মানিত চেয়ারম্যান জনাব মোঃ নজিবুর রহমান, যিনি প্রধানমন্ত্রীর সাবেক মুখ্য সচিব। উপস্থিত ছিলেন সিএমএসএফ এর বোর্ড অফ গভর্নরস (বিওজি) সম্মানিত সদস্যগণ, কমিটি চেয়ারম্যান মহোদয় এবং সদস্যবৃন্দ।

অনুষ্ঠানে গেস্ট অফ অনার হিসেবে উপস্থিত ছিলেন সৈয়দ বেলাল হোসেন, ব্যবস্থাপনা পরিচালক (অতিরিক্ত সচিব), সাধারন বীমা কর্পোরেশন (এসবিসি)। এছাড়াও আর্থিক প্রতিষ্ঠান বিভাগ (এফআইডি) এর যুগ্মসচিব ডঃ নাহিদ হোসেন এবং উপসচিব মোঃ জাহিদ হোসেন উপস্থিত ছিলেন। আরও উপস্থিত ছিলেন , ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) , চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই), সেন্ট্রাল ডিপোজিটরি বাংলাদেশ লিমিটেড (সিডিবিএল) এর প্রতিনিধিবর্গ।


বিনিয়োগকারীদের সুরক্ষায় সিএমএসএফ বিভিন্ন উদ্যোগ ইতোমধ্যে নিয়েছে। এরই ধারাবাহিকতায় সিএমএসএফ এসবিসি এর সাথে পার্টনারশীপ এ যোগ দিয়ে বিনিয়োগকারীদের বীমা সুবিধা দিতে চায়। উক্ত অনুষ্ঠানে বীমা সুবিধা প্রদানের লক্ষ্যে সৈয়দ বেলাল হোসেন একটি উপস্থাপনা প্রদান করেন যাতে তিনি আলোচ্য বীমার ধরন, নীতি, প্রিমিয়াম এসব নিয়ে বিস্তারিত আলোচনা করেন।

এফআইডি এর যুগ্মসচিব ডক্টর নাহিদ বলেন, প্রতিষ্ঠার পর থেকেই সিএমএসএফ অনেকগুলো সৃজনশীল কাজ করেছে এবং বিনিয়োগকারীদের সুরক্ষায় বীমার সুবিধা প্রদান অন্যতম একটি কাজ হবে সিএমএসএফ এর। বীমা সুবিধা প্রচলন হওয়ার পর আমি নির্দ্বিধায় বলতে পারি যে এটি ক্যাপিটাল মার্কেট এ ইতিবাচক প্রভাব ফেলবে। উক্ত আলোচনায় পুঁজিবাজারের সকল পক্ষই বিনিয়োগকারীদের বীমার সুবিধা দেওয়ার বিষয়ে ইতিবাচক ধারণা পোষণ করেছেন।

Download

Top